Sunday, May 8, 2022

১৪জন জমি মাফিয়াদের গ্রেফতার দার্জিলিং জেলা পুলিশের

 

১৪জন জমি মাফিয়াদের গ্রেফতার দার্জিলিং জেলা পুলিশের
মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পর এবার জমি মাফিয়াদের বিরুদ্ধে কড়া দার্জিলিং জেলা পুলিশ। পাহাড় থেকে সমতল মিলিয়ে পৃথক ৬টি মামলায় জেলা পুলিশের তিনটি থানায় গ্রেফতার ১৪জন জমি মাফিয়া। এর মধ্যে নকশালবাড়ি থানায় গ্রেফতার ৮জন, খড়িবাড়িতে ৪জন ও সেবক ফাঁড়িতে গ্রেফতার ২ জন জমি মাফিয়া। 


বাতারিয়া নদীতে অবৈধ নির্মাণ, হাতিঘিসা, রামধনু এলাকায় সরকারি জমি দখল সহ একাধিক অভিযোগের ভিত্তিতে এই জমি মাফিয়াদের গ্রেফতার করা হয়েছে। রবিবার নকশালবাড়ি থানায় জমি মাফিয়া গ্রেফতার নিয়ে সাংবাদিক সম্মেলন করেন দার্জিলিং জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মনোরঞ্জন ঘোষ। 


তিনি বলেন, খড়িবাড়ি, নকশালবাড়ি ও সেবক ফাঁড়িতে জমি সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে ১৪জন গ্রেফতার করা হয়েছে। জেলা পুলিশ বরাবর বিভিন্ন অভিযোগে গ্রেফতার করে। তবে এক্ষেত্রে জমি সংক্রান্ত অভিযোগ হল জেলা পুলিশ ব্যবস্থা নেওয়া নিচ্ছে ও আগামী দিনেও নেবে‌‌। 

পাশাপাশি জমি মাফিয়াদের জনসম্মুখে প্রকাশ করতে তালিকা তৈরি করা হচ্ছে।

Previous Post
Next Post

post written by:

0 Comments: