Monday, May 9, 2022

আগ্নেয়াস্ত্র, সকেট বোমা ও কার্তুজ সহ দুই দুস্কৃতি গ্রেফতার বাগডোগরায়


 বাগডোগরায় আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার ২ দুস্কৃতি। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ ও বাগডোগরা পুলিশের যৌথ অভিযানে গতকাল বাগডোগরার পানিঘাটা মোড় সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে দুই দুস্কৃতিকে গ্রেফতার করে।

 ধৃতদের কাছে থেকে একটি আগ্নেয়াস্ত্র ও চারটি সকেট বোমা, কার্তুজ উদ্ধার করা হয়েছে।

ধৃতদের নাম শঙ্কর অধিকারী ও অপু পাইক, ধৃতরা উত্তর দিনাজপুরের চোপড়ার বাসিন্দা। চারটি সকেট বোমা, আগ্নেয়াস্ত্র ও কার্তুজ কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা তদন্তে নেমেছে বাগডোগরা থানার পুলিশ। 

ধৃতদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়।

Previous Post
Next Post

post written by:

0 Comments: