আগামীকাল রাসযাত্রা। তার আগে কলসযাত্রা। নকশালবাড়ির শান্তিনগর রাসমেলা যুব সঙ্ঘ কমিটির উদ্যোগে ২৯তম রাসযাত্রার কলসযাত্রা সম্পন্ন হল। সোমবার শান্তিনগর রাসযাত্রা প্রাঙ্গণ থেকে এদিন কলসযাত্রা শুরু হয়ে নকশালবাড়ি রথখোলা হয়ে খেমচী নদী থেকে ঘটে জল নিয়ে রাসযাত্রা প্রাঙ্গণে যান ভক্তরা।
কলসযাত্রায় অংশগ্রহণ করেন উত্তরবঙ্গ মতুয়া মহাসঙ্ঘের নকশালবাড়ি শাখার সদস্যরা। ঢাক ঢোলের তালে ভক্তদের ভিড় দেখা যায়। আগামীকাল রাসযাত্রা প্রাঙ্গণে পুজোর উদ্বোধন করবেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ।
0 Comments: