Monday, November 28, 2022

দূর্ঘটনায় পড়ে রাস্তায় বিশেষ চাহিদা সম্পন্ন। আহতকে গাড়িতে তুলে হাসপাতালে ভর্তি করলেন সভাধিপতি

দূর্ঘটনায় পড়ে রাস্তায় বিশেষ চাহিদা সম্পন্ন। আহতকে গাড়িতে তুলে হাসপাতালে ভর্তি করলেন সভাধিপতি

 মানবিকতার পরিচয় দিলেন সভাধিপতি অরুণ ঘোষ। মহকুমা পরিষদ থেকে বাড়ি ফেরার পথে দূর্ঘটনায় জখম হয়ে রাস্তায় কাতর করছিল দূর্ঘটনায় জখম এক বিশেষ চাহিদা সম্পন্ন।

 মানুষের ভিড় থাকলেও জখম ব্যক্তিকে সহায়তা করেননি কেউ। 

শেষমেষ মানবিকতার পরিচয় দিয়ে নিজ গাড়িতে করে হাসপাতালে ভর্তি করলেন সভাধিপতি। 


নকশালবাড়ির অটল সংলগ্ন কিরণ চন্দ্র চাবাগান এলাকায় রাস্তার ওপর এক বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি দূর্ঘটনায় জখম হয়ে রাস্তায় পড়ে থাকতে দেখে জখম ব্যক্তিকে নিজের গাড়িতে বসিয়ে নকশালবাড়ি হাসপাতালে ভর্তি করে করলেন সভাধিপতি অরুণ ঘোষ।


 ঘটনাস্থলে অনেক মানুষ দেখলেও সহায়তার হাত কেউ বাড়িয়ে দেয়নি আফশোস সভাধিপতির।

Previous Post
Next Post

post written by:

0 Comments: