Wednesday, November 9, 2022

চিকিৎসায় জোর! চিকিৎসায় জোর! মহকুমায় ২০টি সুস্বাস্থ্য কেন্দ্র! উদ্বোধন সভাধিপতিরকুমায় ২০টি সুস্বাস্থ্য কেন্দ্র! উদ্বোধন সভাধিপতির

চিকিৎসায় জোর! মহকুমায় ২০টি সুস্বাস্থ্য কেন্দ্র! উদ্বোধন সভাধিপতির

 গ্রামের প্রান্তীক এলাকার সাধারণ মানুষদের সুবিধার্থে সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি করছে রাজ্য সরকার। সেইমত শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত তিনটি ব্লকে ৯টি সুস্বাস্থ্য কেন্দ্রের শিলান্যাস হল।

 বুধবার নকশালবাড়ি ব্লকে নতুন ৪টি সুস্বাস্থ্য কেন্দ্রের শিলান্যাস করেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ। 

চিকিৎসায় জোর! মহকুমায় ২০টি সুস্বাস্থ্য কেন্দ্র! উদ্বোধন সভাধিপতির


এদিন নকশালবাড়ি কমলাজোত এলাকায় ২৭লক্ষ টাকা ব্যয়ে এই সুস্বাস্থ্য কেন্দ্রের শিলান্যাস হল। 

সভাধিপতি জানান এই সুস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালের চাপকে একদিকে লাঘব করতে সাহায্য করবে তেমনি সাধারণ মানুষদের বাড়ির কাছে চিকিৎসা সেবা প্রদান করবে। মহকুমা জুড়ে মোট ২০টি সুস্বাস্থ্য কেন্দ্রের কাজ শুরু হয়েছে।

Previous Post
Next Post

post written by:

0 Comments: