মাদকের জাল! নকশালবাড়িতে গ্রেফতার ২
ফের মাদক সহ গ্রেফতার ২ যুবক। গতকাল নকশালবাড়ি ব্লকের নকশালবাড়ি চাবাগান সংলগ্ন এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় নকশালবাড়ি পুলিশ। ঘটনাস্থলে পৌঁছে নকশালবাড়ি পুলিশ ২০ গ্রাম ব্রাউন সুগার সহ ২যুবককে গ্রেফতার করে। ধৃতরা হল মহম্মদ সবীর আলম (৩১) ও নিতাই বিশ্বাস(২৯)। ধৃতদের মধ্যে একজন তোতারাম জোত ও অপরজন স্টেশন মোড়ের বাসিন্দা। উদ্ধার মাদকের বাজারমূল্য প্রায় কয়েক হাজার টাকা। সোমবার দুইজনকে শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে হয়েছে।
0 Comments: