Tuesday, November 8, 2022

ভারত নেপাল সীমান্তে চীনা শূকর সহ গ্রেফতার এক

ভারত নেপাল সীমান্তে চীনা শূকর সহ গ্রেফতার এক

 চীনা শূকর সহ গ্রেফতার এক। নকশালবাড়ির ভারত নেপাল সীমান্তে চীনা শূকর সহ গ্রেফতার হল এক পাচারকারী। গতকাল গভীর রাতে নকশালবাড়ির বড় মনিরাম জোতের ভারত নেপাল সীমান্তে গভীর রাতে নেপাল থেকে ভারতে আনা হয়েছিল চীনা শূকর। মোট ৩২টি শূকর গাড়িতে তোলার সময় খবর পায় এস‌এসবি ৮ ব্যাটেলিয়ান বড় মনিরামজোত। গোপন সূত্রে খবর পেয়ে ৩২টি চীনা শূকর সহ একজনকে আটক করে এস‌এসবি।



 রাতে ধৃতকে নকশালবাড়ি পুলিশের হাতে তুলে দেয় এস‌এসবি। ধৃতের কাছে ৩২টি চীনা শূকর আটক করে খামারে দেওয়া হয়েছে। ধৃত যুবক রাজ মিঞ্জ নকশালবাড়ির বিজয়নগর চাবাগানের বাসিন্দা। ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে। পুরো ঘটনায় তদন্তে নেমেছে নকশালবাড়ি থানার পুলিশ

Previous Post
Next Post

post written by:

0 Comments: