Wednesday, November 9, 2022

নেপালে ভূমিকম্প! মৃত ৬ আহত ৮

 

নেপালে ভূমিকম্প! মৃত ৬ আহত ৮
ফের ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল। রাত ১টা ৫৭ মিনিটে হিড়মিড় করে কেঁপে ওঠে নেপাল।

 রিখটার স্কেলে ৬.৬ কম্পনের ফলে ৬জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। সঙ্গে ৮জন গুরুতর আহত হয়েছেন। কম্পনের আভাস পেয়েছে দিল্লি ও উত্তর প্রদেশের আংশিক এলাকা।

ন্যাশানাল সেন্টার ফর সিসমোলজির নেপাল সীমান্ত থেকে উত্তরাখণ্ড, পিথোরাগড়ের ৯০ কিলোমিটার ছিল উৎসস্থল এর দক্ষিণ পূর্বের কেন্দ্র। বুধবার নেপালে ২৪ ঘণ্টার মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার ভূমিকম্প হল৷ 

যাঁরা মারা গেছেন তাঁদের চিহ্নিতকরণ এখনও হয়নি৷ মৃতদের মধ্যে শিশু ও মহিলাও রয়েছেন বলে জানা গিয়েছে 

Previous Post
Next Post

post written by:

0 Comments: