কোনো নির্দেশ ছাড়াই বন্ধ টোটো। খড়িবাড়ির ভারত-নেপাল সীমান্তে বন্ধ টোটো চলাচল। অবিলম্বে টোটো খোলার দাবিতে ধর্নায় বসল টোটো চালকরা।
এদিন খড়িবাড়ির পানিট্যাঙ্কিতে পানিট্যাঙ্কি ই-রিক্সা ইউনিয়নের টোটো চালকরা টোটো বন্ধ রেখে ধর্না ও বিক্ষোভ প্রদর্শন করে। চালকদের অভিযোগ কোনো কারণ ছাড়াই টোটো আটকে দিয়েছে এসএসবি। অবিলম্বে টোটো স্বাভাবিক না হলে বৃহত্তর আন্দোলন হবে হুঁশিয়ারি দেন টোটো চালকরা।
তবে এসএসবি সূত্রে খবর টোটোতে কোনো বৈধ নাম্বার ও নথি না থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
0 Comments: