Saturday, December 17, 2022

বাগডোগরা ট্রাফিক গার্ডে রক্তদান শিবির উপস্থিত পুলিশ কমিশনার

বাগডোগরা ট্রাফিক গার্ডে রক্তদান শিবির উপস্থিত পুলিশ কমিশনার
শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ৩৪তম উৎসর্গ রক্তদান শিবির অনুষ্ঠিত হল বাগডোগরা ট্রাফিক গার্ডে। শনিবার বাগডোগরা ট্রাফিক গার্ড অফিসে এই রক্তদান শিবিরে পুলিশকর্মী থেকে সাধারণ মানুষ ও সাংবাদিকরা অংশগ্রহণ করেন। শিলিগুড়ি পুলিশ কমিশনার অখিলেশ কুমার চতুর্বেদী জানান, তাদের এই শিবির নিয়মিত হয়ে থাকে। আগামী সপ্তাহেও রক্তদান শিবির অনুষ্ঠিত হবে। এদিন প্রায় ৮০ জনের মতো রক্তদান করবেন বলে তিনি জানান।

বাগডোগরা ট্রাফিক গার্ডে রক্তদান শিবির উপস্থিত পুলিশ কমিশনার



 আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুলিশ কমিশনার অখিলেশ কুমার চতুর্বেদী,ডিসিপি আশীষ সুববা ,এডিসিপি পুর্নিমা শেরপা, বাগডোগরা ট্রাফিক গার্ডের ওসি এস‌এস নেগী সহ একাধিক পুলিশ কর্মীরা।
 

Previous Post
Next Post

post written by:

0 Comments: