Thursday, December 29, 2022

নিঃশুল্ক চক্ষু পরীক্ষা শিবির নকশালবাড়িতে

 

নিঃশুল্ক চক্ষু পরীক্ষা শিবির নকশালবাড়িতে
নকশালবাড়ি লায়ন্স ক্লাবের উদ‍্যোগে ও নকশালবাড়ি থানার সহযোগিতায় নকশালবাড়ি থানা প্রাঙ্গনে বৃহস্পতিবার নিঃশুল্ক চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। শিবিরে মোট ৭৫জন চক্ষু পরীক্ষা করেন এবং এর মধ্যে ৮জনকে অপারেশন করার জন্য চিহ্নিত করা হয়েছে। অপারেশনের জন্য শিলিগুড়ি লায়ন্স নেত্রালয়ে পাঠানো হবে। 

নিঃশুল্ক চক্ষু পরীক্ষা শিবির নকশালবাড়িতে


পাশাপাশি শিবিরে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়। শিবিরে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবের নরেন্দ্র প্রসাদ, দেবপ্রসাদ ভৌমিক , অনিল সাহা প্রহ্লাদ বিশ্বাস ও শ্যামল জোয়ারদার। রোগীদের চিকিৎসার পাশাপাশি ঔষধ সরবরাহ করা হয়। লায়ন্স ক্লাবের সম্পাদক জানান, প্রতি মাসে একবার করে এই শিবির হচ্ছে। এদিন সাধারণ মানুষ থেকে পুলিশ ক‍র্মীরাও চক্ষু পরীক্ষা করান। আগামীতে নতুন বছরের জানুয়ারিতে ১৯ তারিখ ফের নকশালবাড়ি থানায় চক্ষু পরীক্ষা শিবির হবে।

Previous Post
Next Post

post written by:

0 Comments: