Thursday, December 29, 2022

আবাস যোজনায় দুনীতি! অভিযোগ তুলে খড়িবাড়ি বিডিওকে ঘেরাও

আবাস যোজনায় দুনীতি! অভিযোগ তুলে খড়িবাড়ি বিডিওকে ঘেরাও

 আবাস যোজনায় একাধিক দুনীতির অভিযোগ তুলে এবার বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ মিছিল করল বিজেপি। এদিন খড়িবাড়ি দলীয় কার্যালয় থেকে মিছিল করে বিডিও অফিসে বিক্ষোভ ও পরে বিডিও দপ্তরে ঢুকে ক্ষোভ প্রকাশ করা হয়। অভিযোগ আশা ও অঙ্গন‌ওয়াড়ি কর্মীদের নিয়ে সার্ভে করেছে তৃণমূল এবং বেছে বেছে বিজেপি কর্মীদের নাম কেটে দেওয়া হয়েছে। বিভিন্ন এলাকায় সার্ভে না করেই নাম কাটা হয়েছে।


আবাস যোজনায় দুনীতি! অভিযোগ তুলে খড়িবাড়ি বিডিওকে ঘেরাও



 বিডিওকে জানিয়েও কোনো লাভ হয়নি বরং সার্ভের পরেও নাম রয়েছে অনেকের মত বিজেপির। যাদের ঘর কাঁচা ও টিন প্লাস্টিক দিয়ে ঘেরা তারা বঞ্চিত করা হয়েছে। অবিলম্বে পুনরায় সার্ভে করে গরিবদের ঘর প্রদান করতে বলে হুঁশিয়ারি বিজেপির। সঙ্গে বিডিওকে আটকে রেখে ক্ষোভ প্রকাশ। তবে পুরো বিষয়টি উদ্ধত্তন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং তদন্তের আশ্বাস দেন বিডিও নিরঞ্জন বর্মন।

Previous Post
Next Post

post written by:

0 Comments: