Thursday, January 12, 2023

ম্যারাথন থেকে শোভাযাত্রা দিনভর অনুষ্ঠান নকশালবাড়ি রামকৃষ্ণ মিশনে

ম্যারাথন থেকে শোভাযাত্রা দিনভর অনুষ্ঠান নকশালবাড়ি রামকৃষ্ণ মিশনে

 সাড়ম্বরে স্বামী বিবেকানন্দের ১৬১তম জন্মজয়ন্তী পালন করল নকশালবাড়ি রামকৃষ্ণ মিশন। বৃহস্পতিবার সকালে নকশালবাড়ির কদমা মোড় থেকে নকশালবাড়ির কোটিয়া জোত পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার ম্যারাথন দৌড়ের আয়োজন হয়। ম্যারাথনে জেলার বিভিন্ন প্রান্ত থেকে ৯০০ প্রতিযোগীরা এই ম্যারাথনে অংশগ্রহন করেন। 

ম্যারাথন থেকে শোভাযাত্রা দিনভর অনুষ্ঠান নকশালবাড়ি রামকৃষ্ণ মিশনে


পরে নকশালবাড়ি জুড়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। উপস্থিত ছিলেন দার্জিলিং জেলাশাসক এস পন্নমবলম শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ নকশালবাড়ি পঞ্চায়েত সদস্য ও রামকৃষ্ণ মিশনের সদস্যরা। শোভাযাত্রায় খুদে শিশু ও একাধিক স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকরা পা মেলান। স্বামীজীর জন্মজয়ন্তীতে দিনভর বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে রামকৃষ্ণ মিশনে।

Previous Post
Next Post

post written by:

0 Comments: