Sunday, January 15, 2023

যাত্রা শুরু মানবতার দেওয়ালের! আপনি তো এগিয়ে আসুন!

 

যাত্রা শুরু মানবতার দেওয়ালের! আপনি তো এগিয়ে আসুন!

দুঃস্থ ও অসহায়দের পাশে দাঁড়াতে এবার ফাঁসিদেওয়ার বিধাননগরে তৈরি হল মানবতার দেয়াল। বিধাননগর ব্লাড ডোনার্স ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বিধাননগর আন্ডারপাসে মানবতার দেয়াল কাজ শুরু হল। চাবাগানের শ্রমিক হোক বা অসহায় দুস্থ হোক!

যাত্রা শুরু মানবতার দেওয়ালের! আপনি তো এগিয়ে আসুন!




 সকলের পাশে দাঁড়াতে এই উদ্যোগ। মানবতার দেওয়ালে নিজেদের প্রয়োজনীয় ব‍্যবহার যোগ্য জামাকাপড় রেখে যাদের দরকার প্রয়োজনীয় জামাকাপড় নিয়ে যাওয়া যাবে। ব্লাড ডোনার্স ওয়েলফেয়ার সভাপতি বাপন দাস বলেন দেশ বিদেশের বিভিন্ন জায়গাই এই মানবতার দেয়াল আছে তাই বিধান নগরে করা হল। আমাদের এই এলাকায় অনেক চা বাগানের শ্রমিক আছে যাদের কাজে লাগবে।। স্থানীয় মহিলা ওয়েলফেয়ার সভাপতি সুমনা মন্ডল বলেন খুব ভালো উদ্যোগ , আমাদের সবার বাড়িতে এমন জামাকাপড় আছে যেগুলো বিভিন্ন কারণে আমরা ব‍্যবহার করিনা এই মানবতার দেয়াল অনেক মানুষের কাজে লাগবে।

Previous Post
Next Post

post written by:

0 Comments: