Monday, January 16, 2023

পুলিশ পাবলিক ফ্রেন্ডসিপ ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন রথখোলা ফুটবল একাডেমী

পুলিশ পাবলিক ফ্রেন্ডসিপ ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন রথখোলা ফুটবল একাডেমী

 তিনদিবসীয় পুলিশ পাবলিক ফ্রেন্ডসিপ ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল নকশালবাড়ি রথখোলা ফুটবল একাডেমী।


 দার্জিলিং জেলা পুলিশের উদ্যেগে ও নকশালবাড়ি পুলিশের সহযোগিতায় শুরু হ‌ওয়া পুলিশ পাবলিক ফ্রেন্ডসিপ ফুটবল প্রতিযোগিতা ফাইনালে তারাবাড়ি ইয়ং স্টার ক্লাবকে ২-০ হারিয়ে জয়ী হল রথখোলা। হাতিঘিসা আজাদ হিন্দ ময়দানে চলা ৯ দলীয় এই প্রতিযোগিতা সেরা খেলোয়াড় হিসেবে মনোনীত হন রথখোলার অঙ্কিত মিঞ্জ।



 এদিন ফাইনালে উপস্থিত ছিলেন এসডিপিও নকশালবাড়ি অচিন্ত্য গুপ্ত সিআই নকশালবাড়ি সুদীপ্ত সরকার বিভিন্ন থানার ওসি ও প্রশাসনের আধিকারিকরা। পুলিশ ও সাধারণ মানুষদের মধ্যে জনসংযোগ বৃদ্ধি ও যুব সমাজকে নেশামুক্ত করার উদ্দেশ্যে এই ধরনের প্রতিযোগিতা আয়োজন।

Previous Post
Next Post

post written by:

0 Comments: