তিনদিবসীয় পুলিশ পাবলিক ফ্রেন্ডসিপ ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল নকশালবাড়ি রথখোলা ফুটবল একাডেমী।
দার্জিলিং জেলা পুলিশের উদ্যেগে ও নকশালবাড়ি পুলিশের সহযোগিতায় শুরু হওয়া পুলিশ পাবলিক ফ্রেন্ডসিপ ফুটবল প্রতিযোগিতা ফাইনালে তারাবাড়ি ইয়ং স্টার ক্লাবকে ২-০ হারিয়ে জয়ী হল রথখোলা। হাতিঘিসা আজাদ হিন্দ ময়দানে চলা ৯ দলীয় এই প্রতিযোগিতা সেরা খেলোয়াড় হিসেবে মনোনীত হন রথখোলার অঙ্কিত মিঞ্জ।
এদিন ফাইনালে উপস্থিত ছিলেন এসডিপিও নকশালবাড়ি অচিন্ত্য গুপ্ত সিআই নকশালবাড়ি সুদীপ্ত সরকার বিভিন্ন থানার ওসি ও প্রশাসনের আধিকারিকরা। পুলিশ ও সাধারণ মানুষদের মধ্যে জনসংযোগ বৃদ্ধি ও যুব সমাজকে নেশামুক্ত করার উদ্দেশ্যে এই ধরনের প্রতিযোগিতা আয়োজন।
0 Comments: