স্কুলে রুবেলা ভ্যাকসিন নেওয়ার পর অসুস্থ হয়ে মৃত্যু হল এক স্কুল ছাএীর। সোমবার খড়িবাড়ি ব্লকের বাতাসিতে শ্যামধন জোত উচ্চ বিদ্যালয়ের ঘটনা। এদিন হাম ও রুবেলা টিকা দেওয়ার পর অসুস্থ হয়ে পড়ে অষ্টম শ্রেণীর ছাএী অন্নন্যা সরকার।
জানা গিয়েছে, স্কুলে টিকাকরণে ৩০ মিনিট পর বাড়ি যাওয়ার সময় স্কুলের পাশেই হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তৎক্ষণাৎ স্কুলের শিক্ষকরা অ্যম্বুলেন্স করে বাতাসি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর জেলা হাসপাতালে পাঠায়।
ঘন্টাখানেকের পর মৃত্যু হয় তার। পরিবারের দাবি সকালে খাওয়া দাওয়া করে স্কুল গিয়েছিল, তাদের কাছে খবর আসে মেয়ে অসুস্থ হয়ে পড়লে বাতাসি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, বিদ্যালয় কতৃপক্ষ কেউ উপস্থিত ছিলেন না বলে অভিযোগ পরিবারের।
তবে স্কুলের অ্যম্বুলেন্স করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে প্রধান শিক্ষক নিরঞ্জন দাস জানান।
0 Comments: