দিদির দূত হয়ে দিদির রকক্ষাকবচ কর্মসূচির মাধ্যমে জনসংযোগ শুরু করলেন জেলা তৃণমূল সভানেত্রী পাপিয়া ঘোষ ও শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ। দার্জিলিং জেলায় আজ থেকে শুরু হল দিদির রকক্ষাকবচ কর্মসূচি। সোমবার ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগর ১ অঞ্চলের বিভিন্ন স্থানে এই কর্মসূচি পালন করেন পাপিয়া ঘোষ অন্যদিকে চম্পাসারি এলাকায় জনসংযোগ করেন অরুণ ঘোষ। পাপিয়া ঘোষ সাত সকালে চা বানিয়ে ট্রাফিক ও স্থানীয় বাসিন্দাদের চা খাওয়ানোর পর জগন্নাথপুর এলাকায় মা কালীর মন্দিরে পূজা দেন জেলা সভানেত্রী।
পরে বুধারিগাও এলাকায় জনসংযোগ করার পাশাপাশি মুরালীগছ হাইস্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন তিনি। দিনভর একাধিক কর্মসূচির মাধ্যমে জনসংযোগ স্থাপন করার পাশাপাশি রাত্রিযাপন করবেন বলে পাপিয়া ঘোষ জানান। এদিন ফাঁসিদেওয়া ব্লক ২ তৃণমূল সভাপতি কাজল ঘোষ সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অন্যদিকে চম্পাসারি এলাকার ডাবরাগ্রাম এলাকা দিয়ে জনসংযোগ শুরু করেন। তবে জনসংযোগ করার সময় এলাকায় সভাধিপতিকে দেখে বিভিন্ন সমস্যার কথা জানান বাসিন্দারা।এলাকার রাস্তা এবং ঝুলন্ত ব্রিজ মেরামতের দাবি জানান তারা।বাসিন্দাদের সমস্যার কথা শোনার পাশাপাশি বাসিন্দারা সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন কিনা সেই বিষয়ে তথ্য নেন সভাধিপতি ।
অরুণ ঘোষ জানান, আজ কর্মসূচি শুরু করা হল।মানুষের সমস্যা ও সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন কিনা তা জানলাম।যারা প্রকল্পের সুবিধা পাচ্ছেন না তারা যাতে সুবিধা পান তাঁর জন্য পঞ্চায়েত প্রধানকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বাসিন্দারা রাস্তা এবং ঝুলন্ত ব্রিজের মেরামতের দাবি করেছেন।এ্
0 Comments: