ফের নেশাজাতীয় কাফ সিরাপ সহ গ্রেফতার হল এক যুবক। রবিবার রাতে খড়িবাড়ি ব্লকের অন্তর্গত বাতাসি বাজার সংলগ্ন সতীশচন্দ্র চা বাগান এলাকায় ২৫ বোতল কাফ সিরাফ সহ এক যুবককে গ্রেফতার করল পুলিশ। গ্ৰেফতার যুবকের নাম তাপস রায় (২৯), খড়িবাড়ির খোয়েরমুনি জোতের বাসিন্দা।
জানা গিয়েছে, গোপন সূত্রে খবরের ভিত্তিতে খড়িবাড়ি থানার রানিগঞ্জ পুলিশ ফাড়ির ইনচার্জ অনুপ কুমার বৈদ্যের নেতৃত্বে বাতাসি বাজারে সংলগ্ন এলাকায় সন্দেহভাজন একটি বাইকে আটক করে তল্লাশি করা হয়।
তল্লাশিকালে তাঁর কাছ থেকে ২৫ বোতল কোডিন ফসফেট যুক্ত কাফ সিরাফ উদ্ধার করা হয়। পরে সেই আটক যুবকে গ্ৰেফতার করে খড়িবাড়ি থানার নিয়ে আসা হয়। সোমবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে।
0 Comments: