ম্যারাথন শেষ করে ঘরে ফেরার পথে দূর্ঘটনায় আহত ৩৯
স্বামীজির জন্মদিন উপলক্ষে নকশালবাড়িতে ম্যারাথন শেষ করে বাড়ি ফেরার পথে দূর্ঘটনা। আহত ৩৯জন পড়ুয়া। ফাঁসিদেওয়ার বিধাননগরের ভিমবার সংলগ্ন ৩১নং জাতীয় সড়কের ঘটনা। মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে উল্টে গিয়ে দূর্ঘটনার শিকার হয় পিকআপ ভ্যান। খবর পেয়ে বিধাননগর থানার পুলিশ ও ট্রাফিক ঘটনাস্থলে পৌঁছে আহত পড়ুয়াদের বিধাননগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠায়। আহতদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। ৩৯ জন পড়ুয়াদের মধ্যে থেকে দুজনের মাথা ফেটে যাওয়ায় তাদের দুজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।
0 Comments: