কাশ্মীরে জঙ্গী হামলায় শহীদ জেলার বীর সন্তান
ফের কাশ্মীরে জঙ্গি হামলায় শহিদ হলেন দার্জিলিংয়ের বিজনবাড়ির বাসিন্দা সিদ্ধান্ত ছেত্রী (২৫)। শুক্রবার জম্মু-কাশ্মীরের রাজৌরি সেক্টরে জঙ্গি দমন অভিযানে বোমা বিস্ফোরণে মৃত্যু হয় ৫ সেনার। এর মধ্যে সিদ্ধান্ত দার্জিলিং জেলার। জঙ্গি হামলায় গুরুতর জখম হয়েছেন আরো একজন। সিদ্ধান্ত ২০১৯ সালে প্রথমে প্যারা কামান্ডো ও পরে প্যারা এসকেতে কর্মকত ছিলেন। গত ১৪ এপ্রিল বিয়ে শেষ করে কাজে যোগ দিয়েই শহীদ হলেন সিদ্ধান্ত। সিদ্ধান্তের মৃত্যুতে শোকের ছায়া বিজনবাড়ির কিজম বস্তি এলাকায়।
0 Comments: