Friday, May 5, 2023

কাশ্মীরে জঙ্গী হামলায় শহীদ জেলার বীর সন্তান

কাশ্মীরে জঙ্গী হামলায় শহীদ জেলার বীর সন্তান

 ফের কাশ্মীরে জঙ্গি হামলায় শহিদ হলেন দার্জিলিংয়ের বিজনবাড়ির বাসিন্দা সিদ্ধান্ত ছেত্রী (২৫)। শুক্রবার জম্মু-কাশ্মীরের রাজৌরি সেক্টরে জঙ্গি দমন অভিযানে বোমা বিস্ফোরণে মৃত্যু হয় ৫ সেনার। এর মধ্যে সিদ্ধান্ত দার্জিলিং জেলার। জঙ্গি হামলায় গুরুতর জখম হয়েছেন আরো একজন। সিদ্ধান্ত ২০১৯ সালে প্রথমে প্যারা কামান্ডো ও পরে প্যারা এসকেতে কর্মকত ছিলেন। গত ১৪ এপ্রিল বিয়ে শেষ করে কাজে যোগ দিয়েই শহীদ হলেন সিদ্ধান্ত। সিদ্ধান্তের মৃত্যুতে শোকের ছায়া বিজনবাড়ির কিজম বস্তি এলাকায়।

Previous Post
Next Post

post written by:

0 Comments: