Saturday, May 6, 2023

সিদ্ধান্তের পার্থিব শরীর! শোকের ছায়া! কাল শেষকৃত্য

সিদ্ধান্তের পার্থিব শরীর! শোকের ছায়া! কাল শেষকৃত্য

 কাশ্মীরে রজৌরি সেক্টরে জঙ্গি হামলায় শহীদ হ‌ওয়া দার্জিলিংয়ের বিজনবাড়ির ছেলে সিদ্ধান্ত ছেত্রীর পার্থিব শরীর ফিরল জেলায়। গতকাল শুক্রবার জম্মু-কাশ্মীরের রাজৌরি সেক্টরে জঙ্গি দমন অভিযানে মৃত্যু হয় ৫ সেনার। এর মধ্যে শহীদ হন সিদ্ধান্ত ছেত্রী। সিদ্ধান্ত ২০১৯ সালে প্রথমে প্যারা কামান্ডো ও পরে ৯ প্যারা এসকে কর্মকত ছিলেন। শেষ দুমাস আগে বিয়ে করার পর তিনি কাজে যোগ দেন। ৫ দিন আগে পরিবারের সদস্যদের সঙ্গে কথা হয় সিদ্ধান্তের। এদিন দিল্লি থেকে বাগডোগরা সেনাবাহিনীতে পার্থিব শরীর আসার পর ব্যাঙডুবিতে শেষ শ্রদ্ধা জানান সেনাবাহিনীর জ‌ওয়ানরা। সিদ্ধান্তের মৃত্যুতে শোকের ছায়া বিজনবাড়ির কিজম বস্তি এলাকায়। আগামীকাল বিজন বাড়িতে সশ্রদ্ধাতে শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা গিয়েছে। এদিন ব্যাঙডুবিতে শেষ শ্রদ্ধা জানান শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ।

Previous Post
Next Post

post written by:

0 Comments: