Wednesday, November 15, 2023

খড়িবাড়ির পানিট্যাঙ্কিতে পাকিস্তানী গ্রেফতার

খড়িবাড়ির পানিট্যাঙ্কির পাকিস্তানী গ্রেফতার

 খড়িবাড়িতে এবার পাকিস্তানি গ্রেফতার! ভারত নেপাল সীমান্তে পাকিস্তানী মহিলা ও এক কিশোর গ্রেফতার ! অবৈধভাবে ভারতে প্রবেশের আগে এস‌এসবি ৪১নং ব্যাটেলিয়ানের জ‌ওয়ানদের হাতে আটক করা হয় পাকিস্তানী মহিলা ও এক কিশোর। ধৃতদের জিজ্ঞাসাবাদ করার পর ধৃতদের খড়িবাড়ি পুলিশের হাতে তুলে দেয় এস‌এসবি। নেপালের ভিসা থাকার পর কেন ভারতে প্রবেশ করল পাকিস্তানি উত্তরের সন্ধানে পুলিশ। ধৃতদের আগামীকাল শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হবে। ধৃত মহিলা ও কিশোর এক অপরের মা ও ছেলের সম্পর্ক রয়েছে বলে জানা গিয়েছে। 

Previous Post
Next Post

post written by:

0 Comments: