Saturday, November 18, 2023

যাত্রীবাহী বাসে কাঠের আসবাবপত্র! তদন্তে বনদপ্তর

যাত্রীবাহী বাসে কাঠের আসবাবপত্র! তদন্তে বনদপ্তর

 বাসের ছাদে অবৈধভাবে কাঠের আসবাবপত্র পাচার বানচাল করল বনদপ্তর। কলকাতা থেকে শিলিগুড়িগামী যাত্রীবাহী বাসে বিপুল পরিমাণ কাঠের আসবাবপত্র আটক করল বাগডোগরা বনদপ্তর।


 গোপন সূত্রে খবরের ভিত্তিতে শনিবার বাগডোগরা ৩১নং জাতীয় সড়কে একটি বাস আটক করে বনদপ্তর। ঘটনায় লক্ষাধিক টাকার কাঠের আসবাবপত্র উদ্ধার করা হয়। ঘটনায় বাসের চালক ও সহ চালককে আটক করার পর জিজ্ঞাসাবাদের শেষ ব্যক্তিগত বন্ডে দুজনকে ছেড়ে দেওয়া হয়েছে। জানা গিয়েছে, শিলিগুড়িতে এই আসবাবপত্র নিয়ে যাওয়ার কথা ছিল। তবে আসবাবপত্রের কোনো বৈধ নথিপত্র দেখাতে পারেননি বাস চালক।


 কার্শিয়াঙ ডিভিশনের এডিএ‌ফ‌ও ভূপেন বিশ্বকর্মা জানান, গোপন খবরের ভিত্তিতে এই অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কাঠের আসবাবপত্র উদ্ধার করা হয়েছে। উদ্ধার আসবাবপত্র আনুমানিক বাজারমূল্য লক্ষাধিক টাকা

Previous Post
Next Post

post written by:

0 Comments: