বন্দুক নিয়ে নয়, হাতে কাস্তে নিয়ে! একেবারে অন্য মুডে দেখা মিলল সার্কেল ইন্সপেক্টরকে। হাতে কাস্তে নিয়ে ধান কাটছেন নকশালবাড়ি সার্কেল ইন্সপেক্টর সুদীপ্ত সরকার। পুলিশ আধিকারিকের এই ছবি দেখতেই খুশি চাষীমহলে।
ফাঁসিদেওয়ায় কান্তিভিটা এলাকায় ধানের জমিতে ধান রোপন করার পর ধান পাকতেই ধান কাটতে দেখা মিলল সার্কেল ইন্সপেক্টরকে। এদিন চাষীদের কাছে থেকে কাস্তে নিয়ে ধান কাটেন তিনি। তবে এবিষয়ে কিছু বলতে চাননি সার্কেল ইন্সপেক্টর।
জমির মালিক হরিচরণ সিংহ জানান, কাঁদা দিয়ে রোপন করেছিলেন তিনি। ধান কাটার সময় তিনি আসার কথা বলার পর আজ নিজে এসে ধান কাটার কাজ করেন সার্কেল ইন্সপেক্টর।
0 Comments: