Friday, November 24, 2023

তিনদিনব্যাপী জেলা লোক সংস্কৃতি উৎসব খড়িবাড়িতে

তিনদিনব্যাপী জেলা লোক সংস্কৃতি উৎসব খড়িবাড়িতে

 পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে জেলা লোক সংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি এবং যাত্রা উৎসবের উদ্বোধন করলেন মেয়র গৌতম দেব। শুক্রবার সন্ধ্যায় খড়িবাড়ির বাতাসীতে এই উৎসবে উদ্বোধন হয়। 


তিন দিনের এই উৎসবে উদ্বোধনে উপস্থিত ছিলেন খড়িবাড়ির প্রধান পরিমল সিনহা ও কর্মাদক্ষ প্রদীপ মিশ্রা সহ অন্যান্যরা।‌‌ তবে মঞ্চে এদিন দেখাই মিলল না শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ সহ খড়িবাড়ির বিডিও, খড়িবাড়ির পঞ্চায়েত সমিতির সভাপতি রানীগঞ্জ পানিশালী প্রধান ও আধিকারিকদের। 


পরে মেয়র জানান, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে এই অনুষ্ঠান।‌‌ এই অনুষ্ঠানের মাধ্যমে বাংলার সংস্কৃতি আরো সমৃদ্ধ হবে। আর এই অনুষ্ঠানে কে আছে কে নেই তা জানি না আমাকে জানানো হয়েছিল তার জন্য এসেছি। তবে আগামীকাল থেকে মানুষের ভিড় হবে। এদিন নেপালী গান ও আদিবাসী নৃত্য পরিবেশন করা হয়। আগামীকাল যাত্রাপালা অনুষ্ঠিত হবে।

Previous Post
Next Post

post written by:

0 Comments: