বাগডোগরা : ফের বড়সড় সাফল্য পেল বাগডোগরা থানার সাদা পোশাকের পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে, বাগডোগরা জংলি বাবা মন্দির মোড় থেকে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া ৬ জনকে গ্রেফতার করলে পুলিশ।
জানা গিয়েছে, গতকাল সন্ধ্যায়, ১০ থেকে ১২ জন দুষ্কৃতি ডাকাতির অস্ত্রশস্ত্র নিয়ে বাগডোগরা জংলি বাবা মন্দিরের মোড়ে জড়ো হয়েছিল কেষ্টপুর সংলগ্ন এলাকায় ডাকাতির উদ্দেশ্যে। গোপন সূত্রের ভিত্তিতে পুলিশ অভিযানে নেমে ছয় জনকে গ্রেফতার করে।
বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়।ধৃতদের পরিচয় , নরেন বর্মন, 24, ধিরাজ রায় , 25 স্বপন সূত্রধর , 25, এমডি রহমান , গোঁসাইপুর, রূপসিং জোতের বাসিন্দা । প্রকাশ টিগ্গা ,28, কৃষ্ণ মিঞ্জ , 24, মুনি চা বাগান এলাকার বাসিন্দা ।
আজ ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে।ধৃতদের রিমান্ডে নিয়ে পুরো ঘটনার সঙ্গে আরো কে বা কারা জড়িত রয়েছে তদন্ত নামবে বাগডোগরা থানার পুলিশ।
0 Comments: