খড়িবাড়ি : সীমান্ত এলাকায় এসএসবি অভিযানে উদ্ধার আগ্নেয়াস্ত্র! ঘটনায় গ্ৰেপ্তার ৪ জন। খড়িবাড়ির ভারত নেপাল সীমান্তে পানিট্যাঙ্কি চেকপোস্ট এলাকায় বুধবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় এসবি ৪১ নং ব্যাটেলিয়নের জত্তয়ানরা। ঘটনায় একটি পিকআপ ভ্যান তল্লাশি চালিয়ে একটি দেশি পিস্তল উদ্ধার হয়। ঘটনায় ৪ জনকে আটক করে খড়িবাড়ি পুলিশ হাতে তুলে দেয় এসএসবি।ধৃতরা হল বিকাশ দাস ,নারায়ন দাস ও শ্যামল রায় সকলে জলপাইগুড়ি জেলার মালবাজার এলাকায় বাসিন্দা এবং চন্দন রায় ধুপগুড়ির বাসিন্দা। হাতবদল করতে এসেই এসএসবির সন্দেহ হওয়ায় এই সাফল্য বলে জানা গিয়েছে। ধৃতদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে। ধৃতদের রীমান্ডে এনে আরো কারা জড়িত রয়েছে? গোটা ঘটনার তদন্ত শুরু করবে পুলিশ।
0 Comments: