নকশালবাড়ি : বেসরকারি রিসটের গেটে চাপা পড়ে কর্মীর রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল নকশালবাড়ি ব্লকের হাতিঘিসার বীরসিং জোতে। বুধবার রাতে বেসরকারি এই রিসটে এক কর্মীর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়। মৃতের নাম সুরজ লামা সে শিবখোলার বাসিন্দা। জানা গিয়েছে, গত ৩ মাস থেকে এই রিসটে কুকের কাজ করত সুরজ। এদিন লোহার গেট শরীরের ওপর পড়েই ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। তবে মৃতের পরিবারের অভিযোগ, শরীরের ওপর গেট পড়লে শুধু মাথায় চোট!
পরিকল্পনা মাফিক খুন করা হয়েছে। গোটা ঘটনায় বেশকয়েক জন জড়িত থাকতে পারে বলে বিষ্ফোরক অভিযোগ মৃতের শ্বশুরের। পাল্টা রিসটের মালিক দাবি, খাবার খেতে এসে লোহার গেট চাপা অবস্থায় দেখতে পাই। ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে। ঘটনার পর নকশালবাড়ি পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ তদন্ত করবে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে নকশালবাড়ি থানার পুলিশ। পরে ঘটনাস্থলে আসেন এসডিপিও নকশালবাড়ি ও সিআই নকশালবাড়ি।
রিসট হওয়ার পরেও নিরাপত্তা রক্ষী ও সিসিটিভি খারাপ থাকায় রিসটের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন মৃতের পরিবার। পরে মৃতদেহ উদ্ধার করে নকশালবাড়ি হাসপাতালে রাখা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্টের পর মৃত্যুর কারণ পরিস্কার হবে। মৃত্যুর কারণ জানতে ঘটনাস্থলে ফরেনসিক দল আসতে পারে। তেমনি ঘটনাস্থলে নমুনা সংগ্রহ না করা পর্যন্ত পুলিশী নিরাপত্তা করা হয়েছে।
0 Comments: