Friday, November 8, 2024

খড়িবাড়ি সীমান্তে জাল আধারের চক্র, ঘটনায় গ্রেফতার এক জন!

 

খড়িবাড়ি সীমান্তে জাল আধারের চক্র, ঘটনায় গ্রেফতার এক জন!

খড়িবাড়ি : সীমান্তে জাল আধার চক্র নতুন নয়। নেপালের নাগরিকদের টাকার বিনিময়ে আধার কার্ড বানানো খবর পেয়ে খড়িবাড়ির বাতাসির বদরা জোতে অনলাইন সেন্টারে হানা দেয় পুলিশ। এসডিপিও নেতৃত্বে খড়িবাড়ি থানার পুলিশ এদিন হানা দিয়ে ৩টি আধার কার্ড সহ একাধিক নথিপত্র উদ্ধার করে। সঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে কম্পিউটার, হার্ডডিক্স এবং প্রিন্টার। 

ঘটনার গ্রেফতার করা হয় সোনাই সরকারকে। এর আগে গতবছর ২রা অক্টোবর ফাঁসিদেওয়ার এক বাংলাদেশীকে ভারতীয়  প্রমাণপত্র বানিয়ে দেওয়ার ঘটনায় গ্রেফতার হন সোনাই। ধৃতকে আগামীকাল শিলিগুড়ি মহকুমা আদালতে তুলে রিমান্ডে নিয়ে এই আধারের ঘটনায় আরো কারা জড়িত তার তদন্তে নামবে পুলিশ।

Previous Post
Next Post

post written by:

0 Comments: