ভয়াবহ বিমান দূর্ঘটনার সাক্ষী হল কাজাখস্তানের আকতাউ বিমানবন্দর। এদিন 100 জনেরও বেশি মানুষদেল নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয় এবং অগনিত মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে বলে জানা গিয়েছে। রাশিয়ান সংবাদ মাধ্যম সংস্থাগুলি জানিয়েছে যে আজারবাইজান এয়ারলাইন্সের বিমানটি রাশিয়ার চেচনিয়ার বাকু থেকে গ্রোজনি যাওয়ার সময় কুয়াশার কারণে তা সরিয়ে দেওয়া হয়েছিল।
কাজাখ মিডিয়ার মতে, এই বিমানে 105 জন যাত্রী এবং পাঁচজন ক্রু সদস্য ছিলেন। একটি ভিডিওতে দেখা যায় যে প্লেনটি উচ্চতায় নিয়ন্ত্রণ হারায় এবং দ্রুত নেমে আসে বিধ্বস্ত হয়। বিমান ভেঙে পড়ার সময় ঘটনাস্থল থেকে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে ওঠে এলাকা। এখন পর্যন্ত এই দুর্ঘটনায় ৪২ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। জানা গিয়েছে আজারবাইজানের ৩৭ জন, রাশিয়ার ১৬ জন, কাজাখস্তানের ৬ জন এবং কিরগিজস্তানের ৩ জন বিমানে ছিলেন।
0 Comments: