ভারত নেপাল সীমান্তে মাঝপথে বয়ে চাল মেচী নদী এখন মাফিয়াদের আয় ভান্ডার ! নদীর খনন করে দেদারে ভিন্ন রাজ্য বিক্রি হচ্ছে বালি ! যার জেরে সমস্যায় জর্জরিত মেচী লাগায়া গ্ৰামগুলি ! গ্ৰামীন রাস্তায় অবাধে দ্রুত গতিতে প্রতিনিয়ত ছুটছে অতিরিক্ত বালি বোঝাই ট্রাক্টর, যার অধিকাংশ ট্রাক্টরের বালি থাকছে ওভারলোড ।
ট্রাক্টরের আওয়াজে যেমন নাকাল হচ্ছে শারীরিক অবস্থায় ,তেমনি গতিতে প্রাণনাশের আশঙ্কায় ভুগছে স্থানীয়রা। পুলিশ প্রশাসনকে জানিয়েও কোনো লাভ না পেয়ে ট্রাক্টরের গতি ও বালি কমিয়ে ট্রাক্টর চলাচলের দাবিতে এদিন গ্ৰামীন রাস্তা আটকে বিক্ষোভ দেখাল খড়িবাড়ির রানীগঞ্জ পানিশালি গ্রাম পঞ্চায়েতর আন্ধারুজোতের বাসিন্দারা ।
অভিযোগে , যেভাবে প্রতিনিয়ত ভোর থেকে ওভারলোড ট্রাক্টর ছুটেছে যে কোনো সময় বড়ো দুর্ঘটনা ঘটে যেতে পারে। এমনকি ট্রাক্টরগুরির অধিকাংশ চালক নাবালক ! লাইসেন্স নেই , কাগজপত্র ফেল । বিষয়টি জেনেও কেন পুলিশ প্রশাসন হস্তক্ষেপ করছেন না ,
এতে স্থানীয় মাতব্বরদের যোগ দেখছেন বিক্ষোভকারীরা। স্থানীয়দের দাবি দ্রুত ট্রাক্টর গুলির নজরদারি চালাক প্রসাশন। এদিন বিক্ষোভের জেরে আধঘন্টায় আটকে পড়ে প্রায় ১০০ র বেশি বালি বোঝাই ট্রাক্টর। কেন এতো পরিমাণে গত কয়েকমাসে বালি তোলা হচ্ছে ধুঁয়াশায় আমজনতা !
0 Comments: