Tuesday, December 31, 2024

বছরের শেষ দিনে ফের মাদক পাচার রুখল খড়িবাড়ি থানার পুলিশ।

 

বছরের শেষ দিনে ফের মাদক পাচার রুখল খড়িবাড়ি থানার পুলিশ।

বছরের শেষ দিনে ফের মাদক পাচার রুখল খড়িবাড়ি থানার পুলিশ। ৯০ গ্রাম ব্রাউন সুগার সহ গ্রেফতার এক পাচারকারী।

ধৃতের নাম কৃষ্ণ বর্মন(৩৭), ধৃত যুবক বুড়াগঞ্জের হাতিডোবা এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে খবর গোপন সূত্রে খবরের ভিত্তিতে খড়িবাড়ির বুড়াগঞ্জের কালকুট উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এই সাফল্য অর্জন করে। 

ধৃত ব্যক্তি সাইকেলে করে মাদক বিক্রি করার উদ্দেশ্যে যাচ্ছিল। সেই সময় পুলিশ ব্যক্তিকে আটক করে তল্লাশি করলে প্রায় ৯০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে খড়িবাড়ির থানার পুলিশ।পরে ধৃত ব্যক্তিকে থানায় নিয়ে যায় পুলিশ। ধৃতকে  আগামীকাল শিলিগুড়ির মহকুমা আদালতে তোলা হবে।

Latest
Next Post

post written by:

0 Comments: