বুধবার হরিয়ানায় ভূমিকম্পের জেরে কেঁপে উঠল মাটি। দুপুর সাড়ে ১২টা নাগাদ ভূমিকম্প অনুভূত হয়। এদিন রোহতক, সোনিপত, পানিপথ, ঝাজ্জার ও গুরুগ্রামে শক্তিশালী কম্পন অনুভূত হয়। এতেই মানুষরা ঘর থেকে বেরিয়ে আসে।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির সূত্রে খবর, রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৩.৫। এর কেন্দ্র ছিল সোনিপাতের কুন্ডল গ্রামে ৫ কিলোমিটার গভীরে। তবে এটা স্বস্তির বিষয় যে এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা সম্পদের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
বর্তমানে অনুভূত হওয়া এলাকায় প্রশাসনের নজর রয়েছে এবং মানুষদেল আতঙ্কিত না হয়ে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। বিশেষজ্ঞদের মতে এই মৃদু কম্পনে কোনো বড় সমস্যা সৃষ্টি না হলেও নিরাপত্তার জন্য ভূমিকম্পের সতর্কতা মেনে চলা সবসময় জরুরি।
0 Comments: