ফের এসএসবি তৎপরতায় নক্সালবাড়ির রথখোলা মোড়ে হাত বদলের আগে আটক ১ মাদক কারবারি! উদ্ধার ২০৫ গ্ৰাম মরফিন। জানা গিয়েছে, এদিন এসএসবি ৪১ নং ব্যাটেলিয়নের জত্তয়ানরা সীমান্ত গামী এশিয়ান হাইওয়েতে টহলদারি সময় সন্দেহভাজন এক ব্যক্তি আটক করে তল্লাশি চালিয়ে দুইটি পেকেটে থেকে ২০৫ গ্ৰাম মরফিন উদ্ধার করে এসএসবি।
এসত্রসবি সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে মালদা থেকে মরফিন নিয়ে হাত বদলের জন্য নক্সালবাড়ি রথখোলা মোড়ে প্রতীক্ষালয়ে অপেক্ষায় করছিল ওই ব্যক্তি । সন্দেহে হত্তয়ায় আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে অসঙ্গতি মেলায় তল্লাশি চালিয়ে মরফিন উদ্ধার করা হয়। পরে আটক ব্যক্তিকে নক্সালবাড়ি পুলিশের হাতে তুলে দেয় হবে বলে জানিয়েছেন এসএসবি । আটক ব্যক্তির নাম সানিভাল শেখ,সে মালদা জেলার কালিয়াচকের বাসিন্দা
0 Comments: