জাতীয় কংগ্রেস অনুমোদিত শ্রমিক সংগঠন আইএনটিইউসির ২৯তম প্রতিষ্ঠা দিবস পালন করল জেলা ড্রাইভারর্স ও হেল্পার্স ইউনিয়ন। বাগডোগরা বিহার মোড়ে এদিন প্রতিষ্ঠা দিবস পালন করার পাশাপাশি প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত মনমোহন সিংকেও স্মরণ করা হয়।
এদিন দলীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত গেয়ে অনুষ্ঠান শুরুল পর প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত মনমোহন সিংয়ের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে নীরবতা পালন করা হয়। প্রতিষ্ঠা দিবসে নকশালবাড়ি ব্লক কংগ্রেস সভাপতি অমিতাভ সরকারের হাত ধরে বেশকিছুজন আইএনটিইউসিতে যোগদান করে। এই কর্মসূচিতে জেলা সভাপতি দিলীপ দাস,
জেলা সম্পাদক বাগনা সোম, নকশালবাড়ি ব্লক সভাপতি অমিতাভ সরকার সহ আপার বাগডোগরা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান কাঞ্চন কুশওয়া, বাগডোগরা আইএনটিইউসি-র সাধারণ সম্পাদক সুনীল গুরুং, বাদল সিং, মোলাই ভৌমিক সহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
0 Comments: