কোটি টাকার ব্রাউন সুগার সহ গ্রেফতার ২ মহিলা। বাগডোগরার ভুজিয়াপানির জাতীয় সড়কে ২ মহিলাকে তল্লাশি চালিয়ে উদ্ধার ৯০২ গ্রাম ব্রাউন সুগার।
শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এসওজি ও বাগডোগরা থানার পুলিশেল যৌথ উদ্যোগে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ২ মহিলাকে আটক করে উদ্ধার ৯০২ গ্রাম ব্রাউন সুগার।
ধৃতরা হল সোহিনা বেগম ও গুলাপসানা খাতুন। ধৃতরা মাটিগাড়ার বাসিন্দা। ধৃতদের আগামীকাল শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে। পুলিশ সূত্রে খবর, ধৃতরা মুর্শিদাবাদের লালগোলা থেকে এই ব্রাউন সুগার নিয়ে বাগডোগরায় পাচারের ছক ছিল।
0 Comments: