Thursday, January 16, 2025

কোটি টাকার ব্রাউন সুগার সহ গ্রেফতার ২ মহিলা।

 

কোটি টাকার ব্রাউন সুগার সহ গ্রেফতার ২ মহিলা।

কোটি টাকার ব্রাউন সুগার সহ গ্রেফতার ২ মহিলা। বাগডোগরার ভুজিয়াপানির জাতীয় সড়কে ২ মহিলাকে তল্লাশি চালিয়ে উদ্ধার ৯০২ গ্রাম ব্রাউন সুগার। 

শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এস‌ওজি ও বাগডোগরা থানার পুলিশেল যৌথ উদ্যোগে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ২ মহিলাকে আটক করে উদ্ধার ৯০২ গ্রাম ব্রাউন সুগার। 

ধৃতরা হল সোহিনা বেগম ও গুলাপসানা খাতুন। ধৃতরা মাটিগাড়ার বাসিন্দা। ধৃতদের আগামীকাল শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে। পুলিশ সূত্রে খবর, ধৃতরা মুর্শিদাবাদের লালগোলা থেকে এই ব্রাউন সুগার নিয়ে বাগডোগরায় পাচারের ছক ছিল।

Previous Post
Next Post

post written by:

0 Comments: