Thursday, January 16, 2025

খড়িবাড়ির বাংলা বিহার সীমান্তে সরস্বতী পুজোর চাঁদা তুলতে গিয়ে মৃত্যু এক স্কুল পড়ুয়ার!

 

খড়িবাড়ির বাংলা বিহার সীমান্তে সরস্বতী পুজোর চাঁদা তুলতে গিয়ে মৃত্যু এক স্কুল পড়ুয়ার!

সরস্বতী পুজোর চাঁদা তুলতে গিয়ে মৃত্যু এক স্কুল পড়ুয়ার। খড়িবাড়ির বাংলা বিহার সীমান্তে ভালুকগাড়ার ঘটনা। বৃহস্পতিবার দুপুরে বিহার থেকে খড়িবাড়ির দিকে আসা এক ট্রাকের চাকার পৃষ্ঠ হয়ে এই মর্মান্তিক মৃত্যু। ঘটনায় ট্রাফিক পুলিশের বিরুদ্ধে ক্ষোভ স্থানীয়দের। 

মৃতের নাম সূর্য গির, খড়িবাড়ি হাইস্কুলের দশম শ্রেণীর ছাত্র। জানা গিয়েছে ট্রাক দাঁড়িয়ে চাঁদা তুলতে যাওয়ার সময় ট্রাক চালক গাড়ি না দাঁড়ালে ট্রাকের নীচে ঢুকে পড়ে ২জন। একজন চাকায় পৃষ্ঠ হলেও অপরজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ শুরু করে। 

ঘটনাস্থলে খড়িবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়।স্থানীয়দের অভিযোগ স্পিড নিয়ে কোনো হুশ নেই প্রশাসনের। প্রতিনিয়ত এই দূর্ঘটনা ঘটছে। দূর্ঘটনার জেরে জাতীয় সড়ক অবরোধ করে ক্ষোভ স্থানীয়দের। ঘটনায়ঘাতক ট্রাক বাজেয়াপ্ত করা হলেও চালকের খোঁজে পুলিশ।

Previous Post
Next Post

post written by:

0 Comments: