Tuesday, January 14, 2025

জমি সংক্রান্ত একাধিক অভিযোগ তুলে নকশালবাড়ি ভূমি ও ভূমি রাজস্ব দফতরে স্মারকলিপি!

 

জমি সংক্রান্ত একাধিক অভিযোগ তুলে নকশালবাড়ি ভূমি ও ভূমি রাজস্ব দফতরে স্মারকলিপি!

জমি সংক্রান্ত একাধিক অভিযোগ তুলে নকশালবাড়ি ভূমি ও ভূমি রাজস্ব দফতরে স্মারকলিপি প্রদান করল সংগ্রামী কিষাণ সভা। মঙ্গলবার নকশালবাড়ি পানিঘাটা মোড় থেকে বিএল‌আর‌ও দফতর পর্যন্ত মিছিল ও বিক্ষোভ করে স্মারকলিপি প্রদান করা হয়। 

অভিযোগ আদিবাসীদের জমি নন আদিবাসীদের নামে রেকর্ড হচ্ছে, সরকারি জমি বিক্রি করা হচ্ছে, চাবাগান শ্রমিকদের সঠিকভাবে পাট্টা প্রদান করতে হবে, সরকারি দফতরে বেআইনিভাব লেনদেন ও দালাল রাজ বন্ধ করতে এই স্মারকলিপি প্রদান। 

স্মারকলিপি প্রদান করার পর কাজ না হলে আগামী দিনে বিএল‌আর‌ও দফতর তালা ঝুলিয়ে বন্ধের হুঁশিয়ারি দেন তিনি।

Previous Post
Next Post

post written by:

0 Comments: