Wednesday, March 26, 2025

ডিম ও সবজির বিল বকেয়া, বিলের দাবিতে ঘেরাও খড়িবাড়ি সিডিপিও অফিস!

 

ডিম ও সবজির বিল বকেয়া, বিলের দাবিতে ঘেরাও খড়িবাড়ি সিডিপিও অফিস!

ডিসেম্বর মাস থেকে ডিম ও সবজির বিল পায়নি অঙ্গন‌ওয়াড়ি কর্মীরা। বুধবার বিলের দাবিতে খড়িবাড়ি সিডিপিও অফিস ঘেরাও করে বিক্ষোভ পশ্চিমবঙ্গ অঙ্গন‌ওয়াড়ি কর্মী ও সহায়িকা কল্যাণ সমিতির। এদিন সিডিপিও অফিস ঘেরাও করে বিক্ষোভ করে সংগঠনের অভিযোগ স্মার্টফোন দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হয়নি। 

শুধু তাই নয় দেওয়া হয়নি ইনসেনটিভ ও রিচার্জের বিল। এই অবস্থায় ১৪ মাস ডিজিটাল স্ট্রাইক করা হয়েছে। এই স্ট্রাইক করেই ডিসেম্বর থেকে ডিম ও সবজির বিল বিল বন্ধ করা হয়েছে বলে অভিযোগ। দ্রুত বকেয়া বিল পরিশোধ না করা হলে আগামী এপ্রিল মাস থেকে প্রতি সেন্টারে ডিম ও সবজি বন্ধ করার হুঁশিয়ারি  পশ্চিমবঙ্গ অঙ্গন‌ওয়াড়ি কর্মী ও সহায়িকা কল্যাণ সমিতির। তবে বিষয়টি নিয়ে জেলাশাসককে জানানো হয়েছে। দ্রুত বকেয়া বিল পরিশোধ করা হবে মত সিডিপিও দাওয়া দর্জি শেরপার।

Previous Post
Next Post

post written by:

0 Comments: