Thursday, March 27, 2025

আলোহীনের আলো ফেরাতে এক পদক্ষেপ, নকশালবাড়ি লায়ন্স ক্লাবের!

 

আলোহীনের আলো ফেরাতে এক পদক্ষেপ, নকশালবাড়ি লায়ন্স ক্লাবের!

নকশালবাড়ি লায়ন্স ক্লাবের উদ্যোগে ও দার্জিলিং জেলা পুলিশের নকশালবাড়ি থানার সহযোগিতায় চক্ষু শিবির অনুষ্ঠিত হল নকশালবাড়িতে। বৃহস্পতিবার নকশালবাড়ি থানা প্রাঙ্গণে এই শিবিরের আয়োজন করা হয়। এদিনের শিবিরে মোট ১০০জন চক্ষু পরীক্ষা করান। 

উপস্থিত ছিলেন লায়ন্সের সভাপতি কৌশিক আর্চায্য, নরেন্দ্র প্রসাদ, প্রহ্লাদ কুমার বিশ্বাস, দেবপ্রসাদ ভৌমিক, নিমাল্য বিশ্বাস, বানোয়ারি লাল মহেশ্বরী, বিজয় আগ‌র‌ওয়াল, রাজ কুমার মোদী, পবন আগর‌ওয়াল সহ অন্যান্যরা। কৌশিক আর্চায্য জানান, প্রতি মাসে শেষ বৃহস্পতিবার নকশালবাড়ি থানায় এই চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। 

শিবিরে সাধারণ মানুষ চক্ষু পরীক্ষা করান। ছানির সমস্যা থাকলে তাদের হাসপাতালে নিয়ে গিয়ে ছানি পরীক্ষা করা হয় রোগীদের। পাশাপাশি বিভিন্ন টেস্ট করা হয় এদিনের শিবিরে। আগামী এপ্রিল মাসে মেগা ক্যাম্প আয়োজিত করা হবে বলে তিনি জানান।

Previous Post
Next Post

post written by:

0 Comments: