চার বছরের ডিগ্রি কোর্স বাতিল, গনতান্ত্রিক ছাত্র সংসদ নির্বাচন ঘোষণা, পঠন পাঠন সংক্রান্ত সকল ক্ষেত্রে খরচ কমানো, কলেজের পরিকাঠামো উন্নয়ন ও অধ্যাপক নিয়োগ, মাতৃভাষাতে প্রশ্নপত্র লেখা, নির্দিষ্ট সময়ে সেমিষ্টার, স্থায়ী উপাচার্য নিয়োগ দাবিতে এআইডিএসওর উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় অভিযান! পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ব্যাপক পুলিশ ঘটনাস্থলে। পরে মিছিল আটকায় পুলিশ!
পুলিশের বাধার মুখে পড়েই বিশ্ববিদ্যালয়ের আধিকারিককে স্মারকলিপি প্রদান করে এআইডিএসও! বাধা দেওয়া হয়েছে কিন্তু বিশ্ববিদ্যালয়ের আধিকারিকক রাস্তায় এসে স্মারকলিপি নেওয়া নৈতিক জয় মত এআইডিএসও রাজ্য সম্পাদকের। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ে রাজনীতি প্রবেশ হবে না মত ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের ডঃ নুপুর দাস জানান।
0 Comments: