ভারতীয় মজদুর সংঘের অন্তভূর্ক্ত বঙ্গীয় চা মজদুর সংঘের রাজ্যস্তরীয় কমিটি গঠন ও একাধিক সমস্যা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হল নকশালবাড়ির হাতিঘিসায়।
এদিন চাবাগানে বোনাস সমস্যা মেটানো, পিএফে অচলাবস্থা, চা শ্রমিকদের পড়ুয়াদের জন্য স্টাইপেন দাবি, চা শ্রমিকদের ৫ ডেসিমিল জমি সমস্যা ও ৩০ শতাংশ জমিকে টি ট্যুরিজম নিয়ে এদিন আলোচনা করা হয়।
এদিন উপস্থিত ছিলেন ভারতীয় মজদুর সংঘের রাজ্য সম্পাদক দেবাশীষ ভট্টাচার্য্য, ভারতীয় মজদুর সংঘের প্রদেশ কনভেনার কনভেনার প্রনয় শেরপা, প্রদেশ সংযোজক বিজয় ওঁরাও,
রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের প্রদেশ অধ্যক্ষ মিহির হালদার সহ অন্যান্যরা। এদিন রাজ্যস্তরীয় কমিটি গঠন করে আগামী দিনে সংগঠনের রুপরেখা নিয়ে আলোচনা করা হয়।
0 Comments: