Saturday, April 12, 2025

খড়িবাড়ি থানায় স্মারকলিপি জমা দিলেন বিজেপি নেতারা!

 

খড়িবাড়ি থানায় স্মারকলিপি জমা দিলেন বিজেপি নেতারা!

খড়িবাড়ির চেক্করমারিতে বিশৃঙ্খল পরিস্থিতির ঘটনায় বিজেপি কর্মীদের বেছে বেছে হেনস্থা ও গ্রেফতার করার ছক করছে খড়িবাড়ি থানার পুলিশ। এই ঘটনায় খড়িবাড়ি থানায় স্মারকলিপি প্রদান করল দার্জিলিং লোকসভার সাংসদ রাজু বিস্তা, বিজেপি বিধায়ক তথা বিধানসভার মুখ্য সচেতক শঙ্কর ঘোষ, আনন্দময় বর্মন, শিখা চ্যাটার্জি ও দূর্গা মূর্মূ। 

এদিন থানার ওসির সঙ্গে কথা বলার পর শঙ্কর ঘোষ জানান, এই এলাকায় সম্প্রীতির পক্ষে বিপদজনক কিছু ঘটনা ঘটেছে। একে সামনে রেখে পুলিশ বিজেপি কর্মীদের ভয় ভীতির সৃষ্টি করছে। তবে এই ঘটনায় মূল অভিযুক্তদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। এই ঘটনায় ৮জনকে গ্রেফতার করেছে পুলিশ এবং আরো বেশকিছুজনের নাম দিয়েছে। 

শাসক দল এই অবস্থায় কাজে লাগিয়ে বিজেপি কর্মীদের দলবদলের হুঁশিয়ারি দিচ্ছে। আগামী দিনে বিজেপি কর্মীদের ওপর আঁচ আসলে রাস্তায় নেমে আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি।

Previous Post
Next Post

post written by:

0 Comments: