Thursday, April 17, 2025

মাদক নিয়ে শহরে ঢুকতেই গ্রেফতার, মাটিগাড়ায় পুলিশি তৎপরতায় সাফল্য!

 

মাদক নিয়ে শহরে ঢুকতেই গ্রেফতার, মাটিগাড়ায় পুলিশি তৎপরতায় সাফল্য!

৯০৮ গ্রাম ডাউন সুগার সমেত, তিন ব্যক্তিকে গ্রেপ্তার করল মাটিগাড়া থানার পুলিশ। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মাটিগাড়া থানা অন্তর্গত উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেট সংলগ্ন লছকা সেতুতে জানা গেছে দিন দুপুরে মালদা থেকে ব্রাউন সুগারের তিনটি প্যাকেট নিয়ে  এসে শিলিগুড়িতে বিক্রি করবার উদ্দেশ্য ছিল মালদার কালিয়াচকের রহিম শেখ নামে এক যুবকের। 

মাটিগাড়া থানার পুলিশের কাছে গোপন সূত্রে খবর থাকায় হস্তান্তরের আগেই এগুলি উদ্ধার করা হয়। ঘটনার জেরে মাদকগুলি নিতে আসা শিলিগুড়ি, বাঘাযতীন কলোনির মো :আমজাদ এবং প্রধান নগরের অমর রাউথ কে গ্রেফতার করা হয়েছে। তাদের হেফাজত থেকে মাদকের পাশাপাশি একটি স্কুটি আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত নেমেছে মাটিগাড়া থানার পুলিশ।

Latest
Next Post

post written by:

0 Comments: